প্রকাশিত: Wed, Feb 15, 2023 2:07 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:33 AM

রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়, এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: অ্যাটর্নি জেনারেল

এম এম লিংকন: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বুধবার  নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি হতে হলে তিনটি যোগ্যতা থাকা প্রয়োজন। 

এক. বয়স ৩৫ বছরের বেশি হতে হবে। দুই. সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তিন. অভিশংসনের মাধ্যমে কখনো রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত না হওয়া। নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এসব যোগ্যতা পূরণ করেছেন।

এ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি পদ লাভজনক নাকি লাভজনক নয়, এমন প্রশ্ন আগেই মীমাংসিত হয়ে গেছে। ১৯৯৬ সালে যখন সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখনো এমন বিতর্ক দেখা দিয়েছিল। বিষয়টি শেষ অবধি আদালতে গড়ায়। 

একটি রিট মামলা হয়। রিট মামলার সেই অভিযোগের শুনানি শেষে সে সময় হাইকোর্ট রাষ্ট্রপতির পদ লাভজনক নয় বলে রায় দিয়েছিলেন। তাই মো. সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়া সম্পূর্ণ বৈধ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব